মীখা 6:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এই জন্য আমিও তোমাকে ভয়ঙ্কর আঘাতে আঘাত করেছি, তোমার পাপের জন্য তোমায় ধ্বংস করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এজন্য আমিও সাংঘাতিকভাবে তোমাকে প্রহার করেছি, তোমার গুনাহের দরুন তোমাকে ধ্বংস করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এই জন্যই আমি তোমাদের চরম দণ্ড দিয়েছি, পাপের জন্য ধ্বংস করেছি তোমাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এই জন্য আমিও সাংঘাতিকরূপে তোমাকে প্রহার করিয়াছি, তোমার পাপ প্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সেজন্য আমি তোমাদের শাস্তি দেওয়া শুরু করেছি। তোমাদের পাপের জন্য আমি তোমাদের ধ্বংস করব। অধ্যায় দেখুন |