মীখা 6:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমি কি কোন ব্যক্তিকে নিরীহ বলে মেনে নেব যদি সে প্রতারণার দাঁড়িপাল্লা ব্যবহার করে, ছলনায় ভরা বাটখারা ব্যবহার করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 নাফরমানীর নিক্তিতে ও ছলনার বাট্খারায় আমি কি বিশুদ্ধ হব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কি করে আমি তাদের ক্ষমা করব, যারা লোক ঠকাবার জন্য ত্রুটিপূর্ণ নিক্তি ও কম ওজনের বাটখারায় জিনিস ওজন করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাট্খারায় আমি কি বিশুদ্ধ হইব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এইসব লোকেদের কি আমার ক্ষমা করা উচিত, যারা চুরি করে এবং লোকেদের প্রতারিত করে? যারা এখনও লোকেদের ভুল থলি ও ভুল মাপনযন্ত্র দিয়ে প্রতারিত করে তাদের কি আমার ক্ষমা করা উচিৎ? না! অধ্যায় দেখুন |