মীখা 5:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তিনি আমাদের শান্তি হবেন। যখন অশূরীয়রা আমাদের দেশে আসবে, যখন তারা আমাদের দূর্গগুলোর বিরুদ্ধে আসবে, তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক এবং আটজন নেতা ওঠাবো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর ইনিই আমাদের শান্তি হবেন। আশেরিয়া যখন আমাদের দেশে আসবে ও আমাদের অট্টালিকাগুলো দলিত করবে, তখন আমরা তার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক, এমনকি আটজন দলপতি নিযুক্ত করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনি হবেন শান্তিস্বরূপ। আসিরিয়ার লোকেরা যখন আমাদের দেশে আসবে, পদদলিত করবে আমাদের দুর্গগুলি, তখন আমরা তাদের বিরুদ্ধে পরাক্রান্ত নেতৃবৃন্দকে আমাদের রক্ষকরূপে নিয়োগ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর ইনিই [আমাদের] শান্তি হইবেন। অশূর যখন আমাদের দেশে আসিবে, ও আমাদের অট্টালিকা সকল দলিত করিবে, তখন আমরা তাহার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সেখানে শান্তি বিরাজ করবে। হ্যাঁ, অশূরীয় সৈন্যরা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দূর্গগুলিকে পদদলিত করবে। কিন্তু ইস্রায়েলের শাসক সাতজন মেষপালক ও আটজন নেতা মনোনীত করবেন। অধ্যায় দেখুন |