মীখা 2:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 “ভবিষ্যৎবাণী কর না,” তারা বলে। “তারা অবশ্যই এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবে না; নিন্দা আসবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ‘তোমরা তবলিগ করো না,’ এভাবে তারা তবলিগ করে; ‘কেউ তাদের কাছে এই কথা তবলিগ করা উচিত হবে না; অপমান ঘুচবে না।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাদের ভাববাদীরা বলে “ভাববাণী বোলো না। এইসব বিষয়ে ভাববাণী বোলো না; আমদের উপরে অসম্মান আসবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তারা আমাদের বলে, এ সব কথা প্রচার করো না –এ কথা কারও প্রচার করা উচিত নয়, আমরা কখনও অপদস্থ হব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 ‘তোমরা বাক্য বর্ষাইও না,’ এইরূপে তাহারা বাক্য বর্ষায়; ‘ইহাদের কাছে তাহারা বাক্য বর্ষাইবে না; অপমান ঘুচিবে না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 লোকেরা বলছে, “আমাদের ধর্মোপদেশ দিও না। আমাদের সম্বন্ধে ঐসব খারাপ বিষয়গুলি বোলো না। কোন কিছু খারাপ আমাদের প্রতি ঘটবে না।” অধ্যায় দেখুন |