Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 9:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 যোহন তাঁকে বললেন, হে গুরুদেব, আমরা একজন লোককে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 ইউহোন্না তাঁকে বললেন, হুজুর, আমরা এক ব্যক্তিকে আপনার নামে বদ-রূহ্‌ ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 যোহন বললেন, “গুরুমহাশয়, আমরা একজনকে আপনার নামে ভূত তাড়াতে দেখে, তাকে সে কাজ করতে বারণ করেছিলাম, কারণ সে আমাদের দলের কেউ ছিল না।”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

38 Pare Johan táṇháke kahila, Guro, ámará ek byaktike ápankár náme bhútaganke cháṛáite dekhiyáchilám; se ámáder pashcádgámí nahe; ataeb ámáder pashcádbartí nay baliyá táháke nishedh karitechilám.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

38 যোহন যীশুকে বললেন, গুরুদেব, আমরা একটি লোককে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছি। আমরা তাকে এ কাজ করতে বারণ করেছি, কারণ সে আমাদের কেউ নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 যোহন তাঁহাকে কহিলেন, হে গুরু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের পশ্চাদগমন করে না।

অধ্যায় দেখুন কপি




মার্ক 9:38
5 ক্রস রেফারেন্স  

আর আমি যদি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কার মাধ্যমে ছাড়ায়? এই জন্য তারাই তোমাদের বিচারকর্ত্তা হবে।


কিন্তু যীশু বললেন, তাকে বারণ করো না, কারণ এমন কেউ নেই যে, আমার নামে আশ্চর্য্য কাজ করে আমার বদনাম করতে পারে।


আর যারা বিশ্বাস করে, তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে; তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন