মার্ক 9:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তখনই সেই ছেলেটির বাবা চিত্কার করে কেঁদে বলে উঠলেন, আমি বিশ্বাস করি, আমাকে অবিশ্বাস করবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 অমনি সেই বালকের পিতা চেঁচিয়ে কেঁদে কেঁদে বললো, ঈমান এনেছি; আমার মধ্যে যে অবিশ্বাস রয়েছে তা দূর করে দিন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা আর্তনাদ করে উঠল, “আমি বিশ্বাস করি, অবিশ্বাস কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করুন।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Táháte tatkshanát ai bálaker pitá uccaissvare káṇdite káṇdite kahila, Prabho, bishvás kari, ámár abishváser pratíkár karun. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 ছেলেটির বাবা চীৎকার করে বলল, আমি বিশ্বাস করতে চাই, আমার অবিশ্বাস দূর করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাতপূর্ব্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতীকার করুন। অধ্যায় দেখুন |