মার্ক 9:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 পরে তাঁরা শিষ্যদের কাছে এসে দেখলেন, তাঁদের চারিদিকে অনেক লোক, আর ধর্মশিক্ষকেরা তাঁদের সঙ্গে তর্ক করছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে তাঁরা সাহাবীদের কাছে এসে দেখলেন, তাঁদের চারদিকে অনেক লোক, আর আলেমেরা তাঁদের সঙ্গে বাদানুবাদ করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তাঁরা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন তখন দেখলেন, অনেক লোক তাঁদের ঘিরে আছে ও শাস্ত্রবিদরা তাঁদের সঙ্গে তর্কবিতর্ক করছেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Anantar táṇhárá anya shishyaganer nikaṭe áile tini táháder catushpárshve mahá janata o táháder sahit bádánubád‐kári shástrádhyápakdigake dekhilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 অন্য শিষ্যদের কাছে ফিরে এসে তাঁরা দেখলেন বিরাট এক জনতা ঘিরে রয়েছে তাঁদের এবং শাস্ত্রীরা তাঁদের সঙ্গে তর্ক করছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে তাঁহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন, তাঁহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাঁহাদের সহিত বাদানুবাদ করিতেছে। অধ্যায় দেখুন |