মার্ক 8:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তখন তিনি আত্মায় গভীর নিঃশ্বাস ছেড়ে বললেন, এই দিনের লোকেরা কেন চিহ্নের খোঁজ করে? আমি তোমাদের সত্যি বলছি, এই লোকদের কোন চিহ্ন দেখান হবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তখন তিনি রূহে দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললেন, এই কালের লোকেরা কেন চিহ্নের খোঁজ করে? আমি তোমাদেরকে সত্যি বলছি, এই লোকদেরকে কোন চিহ্ন-কাজ দেখানো যাবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, “এই প্রজন্মের লোকেরা কেন অলৌকিক নিদর্শন দেখতে চায়? আমি তোমাদের সত্যিই বলছি, ওদের কোনো নিদর্শন দেখানো হবে না।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)12 Takhan tini antare dírgha nishvás cháṛiyá kahilen, ei káler lokerá kena abhijnáner anyeshan kare? ámi satya kariyá tomádigake kahitechi, ei lokdigake kona abhijnán dekhána jáibe ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যীশু গভীর দুঃখের সঙ্গে বললেন, এ যুগের মানুষ নিদর্শন দেখতে চায় কেন? এই সত্য আমি তোমাদের বলছি, এ যুগের মানুষকে কোন নিদর্শন দেখানো হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তখন তিনি আত্মায় দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া কহিলেন, এই কালের লোকেরা কেন চিহ্নের অন্বেষণ করে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই লোকদিগকে কোন চিহ্ন দেখান যাইবে না। অধ্যায় দেখুন |