মার্ক 7:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 পরে তিনি তাদেরকে আজ্ঞা দিলেন, তোমরা এই কথা কাউকে বোলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, তত তারা আরও বেশি প্রচার করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 পরে তিনি তাদেরকে হুকুম করলেন, তোমরা এই কথা কাউকেও বলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, ততই তারা গভীর আগ্রহে আরও বেশি প্রচার করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 সেকথা কাউকে না বলার জন্য যীশু তাদের আদেশ দিলেন। কিন্তু তিনি যতই নিষেধ করলেন, তারা ততই সেকথা প্রচার করতে লাগল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)36 Pare tini táhádigake ájná karilen, Tomará e kathá káháke‐o kahio ná, kintu tini jata báran karilen, tata adhik báhulya rúpe táhárá pracár karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 যীশু একথা কাউকে বলতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু যতই নিষেধ করুন না কেন তারা একথা চারিদিকে বলে বেড়াতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না; কিন্তু তিনি যত বারণ করিলেন, ততই তাহারা আরও অধিক প্রচার করিল। অধ্যায় দেখুন |