মার্ক 6:55 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী55 তাঁকে চেনার পর সমস্ত অঞ্চলের চারদিক থেকে দৌড়ে আসতে লাগল এবং অসুস্থ লোকদের খাটে করে তিনি যে জায়গায় আছেন শুনতে পেয়ে মানুষেরা সেই জায়গায় আনতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস55 তারা সমুদয় অঞ্চলে চারদিকে দৌড়াতে লাগল, আর অসুস্থ লোকদেরকে খাটের উপরে করে তিনি যে কোন স্থানে আছেন তা জেনে সেই স্থানে আনতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ55 তারা সেখানকার সমগ্র অঞ্চলে ছুটে গেল এবং যেখানেই যীশু আছেন শুনতে পেল, তারা সেখানেই খাটে করে পীড়িতদের বয়ে নিয়ে এল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)55 sei desher caturdige dauṛiyá píṛita lokdigake khaṭṭár upar kariyá je kona stháne táṇhár gamaner sambád páila, sei stháne ánite lágila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)55 এবং যেখানেই তিনি গেলেন সারা এলাকার লোকেরা শুনতে পেয়ে সেখানেই ছুটে যেতে লাগল এবং খাটিয়ায় করে রোগীদের বয়ে আনতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)55 আর পীড়িত লোকদিগকে খাটের উপরে করিয়া, তিনি যে কোন স্থানে আছেন শুনিতে পাইল, সেই স্থানে আনিতে লাগিল। অধ্যায় দেখুন |