মার্ক 6:51 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 পরে তিনি তাঁদের সঙ্গে নৌকায় উঠলেন, আর বাতাস থেমে গেল; তাতে তাঁরা মনে মনে এই সব দেখে অবাক হয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 পরে তিনি তাঁদের কাছে নৌকায় উঠলেন, আর বাতাস থেমে গেল; তাতে তাঁরা ভীষণ আশ্চর্য হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 তারপর তিনি তাঁদের কাছে নৌকায় উঠলেন। বাতাস থেমে গেল। তাঁরা সম্পূর্ণরূপে বিস্মিত হলেন, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)51 Pare tini naukáy uṭhiyá táháder nikaṭe gele bátás nibritta haila; táháte táhárá mane mane atyanta bismayápanna haiyá camatkár jnán karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 যীশু তাঁদের নৌকায় উঠলেন, সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। তাঁরা হতভম্ব হয়ে গেলন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 পরে তিনি তাঁহাদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল; তাহাতে তাঁহারা মনে মনে যার পর নাই আশ্চর্য্য জ্ঞান করিলেন। অধ্যায় দেখুন |