মার্ক 6:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 কিন্তু লোকে তাঁদেরকে যেতে দেখল এবং অনেকে তাঁদেরকে চিনতে পারল, তাই সব শহর থেকে মানুষেরা দৌড়ে গিয়ে তাঁদের আগে সেখানে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 কিন্তু লোকে তাঁদেরকে যেতে দেখলো এবং অনেকে তাঁদেরকে চিনতে পারল, তাই সব নগর থেকে দৌড়ে তাঁদের আগেই সেখানে উপস্থিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 কিন্তু সেই স্থান ত্যাগ করার সময় বহু মানুষ তাঁদের চিনতে পারল। লোকেরা সব নগর থেকে দৌড়ে গিয়ে তাঁদের আগেই সেখানে উপস্থিত হল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)33 Kintu gaman kále lok samúha táṇhádigake dekhila, ebaṇg aneke táhá jánite páwáte jábatiya nagar haite sthala‐pathe dauṛiyá táṇháder agre giyá tatháy táṇhár nikaṭe upasthita haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 বহু লোক তাঁদের যেতে দেখল এবং চিনতে পেরে সমস্ত শহরের লোক দৌড়াতে লাগল সেই দিকে। তাঁদের পৌঁছানোর আগেই তারা সেখানে পৌঁছে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 কিন্তু লোকে তাঁহাদিগকে যাইতে দেখিল, এবং অনেকে তাঁহাদিগকে চিনিতে পারিল, তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয়া তাঁহাদের অগ্রে গেল। অধ্যায় দেখুন |