মার্ক 6:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 পরে প্রেরিতরা যীশুর কাছে এসে জড়ো হলেন; আর তাঁরা যা কিছু করেছিলেন, ও যা কিছু শিক্ষা দিয়েছিলেন, সেই সব তাঁকে বললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 পরে প্রেরিতেরা ঈসার কাছে এসে একত্র হলেন; আর তাঁরা যা কিছু করেছিলেন ও যা কিছু শিক্ষা দিয়েছিলেন সমস্তই তাঁকে জানালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 প্রেরিতশিষ্যেরা যীশুর চারপাশে জড়ো হয়ে তাঁদের সমস্ত কাজ ও শিক্ষাদানের বিবরণ দিলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)30 Tadanantar preriterá Jíshur nikaṭe ekatra haiyá jáhá jáhá kariyáchila o shikháiyáchila, se sakaler brittánta táṇháke jánáila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 প্রেরিত শিষ্যেরা ফিরে এলেন যীশুর কাছে। যে সমস্ত কাজ তাঁরা করেছিলেন এবং লোককে যে শিক্ষা তাঁরা দিয়েছিলেন, সব কথা যীশুকে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 পরে প্রেরিতেরা যীশুর নিকটে আসিয়া একত্র হইলেন; আর তাঁহারা যাহা কিছু করিয়াছিলেন, ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন, সে সমস্তই তাঁহাকে জানাইলেন। অধ্যায় দেখুন |