মার্ক 6:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সে তখন বাইরে গিয়ে নিজের মাকে জিজ্ঞাসা করল, আমি কি চাইব? সে বলল, যোহন বাপ্তিষ্মদাতার মাথা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তাতে সে বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলো, কি চাইব? সে বললো, বাপ্তিস্মদাতা ইয়াহিয়ার মাথা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সে বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, “আমি কী চাইব?” তার মা উত্তর দিল, “বাপ্তিষ্মদাতা যোহনের মাথা।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Táháte se báhire giyá ápan mátáke jijnásá karila, Ki jácná kariba? se balila, Johan báptáijaker mastak. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সে চলে গেল তার মায়ের কাছে, জিজ্ঞেস করল, আমি কি চাইব? তিনি বললেন, বাপ্তিষ্মদাতা যোহনের মাথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞাসা করিল, কি চাহিব? সে বলিল, যোহন বাপ্তাইজকের মস্তক। অধ্যায় দেখুন |