মার্ক 6:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 আর তিনি শপথ করে তাকে বললেন, অর্ধেক রাজ্য পর্যন্ত হোক, আমার কাছে যা চাইবে, তাই তোমাকে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর তিনি শপথ করে তাকে বললেন, অর্ধেক রাজ্য পর্যন্ত হোক, আমার কাছে যা চাইবে, তা-ই তোমাকে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তিনি শপথ করে তাকে প্রতিশ্রুতি দিলেন, “তুমি যা চাইবে, অর্ধেক রাজত্ব হলেও আমি তোমাকে তাই দেব।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)23 Balite ki, se dibya kariyá táháke kahila, Ardhek rájya parjyanta hauk, ámár káche jáhái jácná karibá, táhái tomáke diba. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তিনি তার কাছে শপথ করে বললেন, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, এমন কি আমার অর্ধেক রাজত্ব পর্যন্ত তোমায় দিয়ে দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর তিনি শপথ করিয়া তাহাকে কহিলেন, অর্দ্ধেক রাজ্য পর্য্যন্ত হউক, আমার কাছে যাহা চাহিবে, তাহাই তোমাকে দিব। অধ্যায় দেখুন |