মার্ক 5:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তখন তিনি তাকে বললেন, মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। শান্তিতে চলে যাও এবং স্বাস্থ্যবান হও ও তোমার রোগ হতে উদ্ধার কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তখন তিনি তাকে বললেন, হে কন্যে, তোমার ঈমান তোমাকে রক্ষা করলো, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে মুক্ত থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যীশু তাকে বললেন, “কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। শান্তিতে ফিরে যাও ও তোমার কষ্ট থেকে মুক্তি পাও।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 Takhan tini táháke kahilen, Batse, tomár bisvás tomáke susthá karila; kushale já‐o, o tomár byádhi haite muktá tháko. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যীশু তাকে বললেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। শান্তিতে ফিরে যাও, এ যন্ত্রণা আর তোমাকে ভোগ করতে হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও, ও তোমার রোগ হইতে মুক্ত থাক। অধ্যায় দেখুন |