মার্ক 5:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তারা যীশুর কাছে আসলো এবং যখন দেখল যে লোকটা ভূতগ্রস্ত সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে; তাতে তারা ভয় পেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তারা ঈসার কাছে এসে দেখতে পেল যে, সেই বদ-রূহে পাওয়া ব্যক্তি, যাকে বাহিনীতে পেয়েছিল, সে কাপড় পরে সুস্থ মনে বসে আছে; তাতে তারা ভয় পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তারা যীশুর কাছে এসে দেখল, যে ব্যক্তির উপরে ভূত বাহিনী ভর করেছিল, সে পোশাক পরে সুবোধ হয়ে সেখানে বসে আছে। তারা সবাই ভয় পেয়ে গেল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 ebaṇg Jíshur nikaṭ ásiyá sei bhútagrasta arthát Báhiní bhútagrasta byaktike upabishta o bastránvita o subuddhi dekhiyá bhíta haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যীশুর কাছে এসে তারা দেখল ভূতগ্রস্ত লোকটি কাপড়-চোপড় পরে শান্তভাবে বসে আছে। এতে তারা ভয় পেয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এবং যীশুর নিকটে আসিয়া দেখে, সেই ভূতগ্রস্থ ব্যক্তি, যাহাকে বাহিনী-ভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে; তাহাতে তাহারা ভয় পাইল। অধ্যায় দেখুন |