মার্ক 4:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, “হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তখন তিনি নৌকার পশ্চাদ্ভাগে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, হুজুর, আপনার কি চিন্তা হচ্ছে না যে, আমরা মারা পড়ছি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 যীশু নৌকার পিছন দিকে একটি বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাঁকে জাগিয়ে তুলে বললেন, “গুরুমহাশয়, আমরা ডুবে যাচ্ছি, আপনার কি কোনও চিন্তা নেই?” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Tatkále tini naukár pashcád‐bháge bálishe mastak diyá nidrita chilen; ataeb táhárá táṇháke jágrata kariyá kahila, Guro, ámáder prán jáy, iháte ki ápankár cintá hay ná? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যীশু নৌকার পিছন দিকে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাঁকে জাগিয়ে বললেন, গুরুদেব, আমরা যে মরতে চলেছি, আপনি কি কিছু করবেন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তখন তিনি নৌকার পশ্চাদ্ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন; আর তাঁহারা তাঁহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে, আমরা মারা পড়িলাম? অধ্যায় দেখুন |