মার্ক 4:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 জমি নিজে নিজেই ফল দেয়; প্রথমে অঙ্কুর, তারপর শীষ ও শীষের মধ্যে পরিপূর্ণ শস্যদানা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 ভূমি নিজে নিজেই ফল উৎপন্ন করে; প্রথমে অঙ্কুর, পরে শীষ, তারপর শীষের মধ্যে পূর্ণ শস্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 মাটি নিজে থেকেই শস্য উৎপন্ন করে—প্রথমে অঙ্কুর, পরে শিষ, তারপর শিষের মধ্যে পরিণত দানা। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)28 Bastutah bhúmi ápaná ápani prathame patra, tatpare shísh, táhár par shísher madhye púrna shasya utpanna kare. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 মাটি নিজে থেকেই ফসল ফলায়। প্রথমে অঙ্কুর, তারপর শীষ, তারপরে সেই শীষ পরিণত হয় শস্যে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 ভূমি আপনা আপনি ফল উৎপন্ন করে; প্রথমে অঙ্কুর, পরে শীষ, তাহার পর শীষের মধ্যে পূর্ণ শস্য। অধ্যায় দেখুন |