মার্ক 4:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কারণ কোনো কিছুই লুকানো নেই, যেটা প্রকাশিত হবে না; আবার এমন কিছু গোপন নেই, যা প্রকাশ পাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা এমন গুপ্ত কিছুই নেই যা প্রকাশিত হবে না; এমন লুকানো কিছুই নেই যা প্রকাশ পাবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এতে যা কিছু গুপ্ত থাকে, তা প্রকাশ পায় এবং যা কিছু লুকোনো থাকে, তা প্রকাশ্যে নিয়ে আসা হয়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)22 Kenaná prakáshita ná haibe emat gupta kichui nái; eman ki, prakásh páibár áshaye‐i táhá lukkáyita haiyáche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এমন কিছুই লুকানো থাকতে পারে না যা জানা যাবে না, এমন কিছুই গোপন থাকতে পারে না যা প্রকাশ পাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা এমন গুপ্ত কিছুই নাই, যাহা প্রকাশিত হইবে না; এমন লুক্কায়িত কিছুই নাই, যাহা প্রকাশ পাইবে না। অধ্যায় দেখুন |