মার্ক 4:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 যখন তিনি নির্জনে ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে দৃষ্টান্তগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যীশু যখন একা ছিলেন, তখন সেই বারোজনের সঙ্গে তাঁর চারপাশে থাকা মানুষেরা এই রূপকটি সম্বন্ধে তাঁকে জিজ্ঞাসা করলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)10 Pare nirjan samaye táṇhár sangirá ebaṇg dvádash shishya táṇháke ei drishtanter bishaye jijnásá karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যীশু যখন একলা ছিলেন সেইসময় শ্রোতাদের মধ্যে কিছু লোক যীশুর বারোজন শিষ্যের সঙ্গে তাঁর কাছে এসে এই উপাখ্যানের মর্ম জানতে চাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 যখন তিনি নির্জ্জনে ছিলেন, তাঁহার সঙ্গীরা সেই দ্বাদশ জনের সহিত তাঁহাকে দৃষ্টান্ত কয়টীর বিষয়ে জিজ্ঞাসা করিলেন। অধ্যায় দেখুন |