মার্ক 3:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তখন তাঁর চারপাশে অনেক লোক বসেছিল; তারা তাঁকে বলল, দেখুন, আপনার মা ও আপনার ভাইরা বাইরে আপনার খোঁজ করছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তখন তাঁর চারদিকে লোক বসেছিল; তারা তাঁকে বললো, দেখুন, আপনার মা ও আপনার ভাইয়েরা বাইরে আপনার খোঁজ করছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 সেই সময় যীশুর চারপাশে বহু মানুষ ভিড় করে বসেছিল। তারা তাঁকে বলল, “আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন এবং আপনার খোঁজ করছেন।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)32 Takhan táṇhár caturdige janatá basiyáchila. Táhárá táṇháke kahila, Dekhun, ápankár mátá o bhrátrigan o bhaginígan báhire áche, o ápankár anveshan kariteche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 অনেক লোক তাঁরা ঘিরে বসেছিল। তারা তাঁকে বলল, আপনার মা ও ভাইয়এরা বাইরে আপনাকে ডাকছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তখন তাঁহার চারিদিকে লোক বসিয়াছিল; তাহারা তাঁহাকে কহিল, দেখুন, আপনার মাতা ও আপনার ভ্রাতৃগণ বাহিরে আপনার অন্বেষণ করিতেছেন। অধ্যায় দেখুন |