Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 2:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 সুতরাং ইবনুল-ইনসান বিশ্রামবারেরও কর্তা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 অতএব, মনুষ্যপুত্রই হলেন বিশ্রামদিনের প্রভু।”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

28 Sutaráṇg manushya‐puttra bishrámbárer‐o kartá áchen.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 মানবপুত্র সাব্বাথ দিনেরও কর্তা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্ত্তা।

অধ্যায় দেখুন কপি




মার্ক 2:28
13 ক্রস রেফারেন্স  

কারণ মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা।


আমি প্রভুর দিনের আত্মার বশে ছিলাম। আমার পিছনে তূরীর শব্দের মত এক উচ্চস্বর শুনলাম।


আর তিনি সব কিছু তাঁর পায়ের নীচে বশীভূত করলেন এবং তাকে সবার উপরে উচ্চ মস্তক করে মণ্ডলীকে দান করলেন;


যে দিন যীশু কাদা করে তার চক্ষু খুলে দেন সেই দিন বিশ্রামবার ছিল।


যীশু তাদেরকে উত্তর দিলেন, আমার পিতা এখনও পর্যন্ত কাজ করেন এবং আমিও করি।


পরে তিনি তাদের বললেন, “মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা।”


তখন কয়েক জন ফরীশী বলল, এই মানুষটি ঈশ্বর থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার মেনে চলে না। অন্যেরা বলল, কেমন করে একজন পাপী মানুষ এই সব আশ্চর্য্য কাজ করতে পারে? সুতরাং তাদের মধ্যে বিভেদ তৈরী হল।


পরে তাদের বললেন, “বিশ্রামবারে কি করা উচিত? ভাল করা না মন্দ করা? প্রাণ রক্ষা করা উচিত না হত্যা করা উচিত?”


তিনি তাদের আরও বললেন, “বিশ্রামবার মানুষের জন্যই সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্রামবারের জন্য না,”


তিনি আবার সমাজঘরে গেলেন; সেখানে একজন লোক ছিল, তার একটি হাত শুকিয়ে গিয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন