মার্ক 16:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আর যারা বিশ্বাস করে, তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে; তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর যারা ঈমান আনে, এই চিহ্নগুলো তাদের অনুবর্তী হবে; তারা আমার নামে বদ-রূহ্ ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা সাপ তুলবে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আর যারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে: তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)17 Ár jáhárá bishvás karibe, ei ei abhijnán táháder anubartí haibe. Táhárá ámár náme bhútaganke cháṛáibe, nútan nútan bháshá kahibe, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 বিশ্বাসীদের অভিজ্ঞান স্বরূপ এই সমস্ত শক্তি দেওয়া হবে: তারা আমার নামে অপদেবতা দূর করবে, নতুন ভাষায় কথা বলবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর যাহারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাহাদের অনুবর্ত্তী হইবে; তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা কহিবে, অধ্যায় দেখুন |