মার্ক 16:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তাঁরা গিয়ে অপর সবাইকে এই কথা জানালেন, কিন্তু তাঁদের কথাতেও তাঁরা বিশ্বাস করলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তাঁরা গিয়ে অন্য সকলকে এই কথা জানালেন, কিন্তু তাঁদের কথাতেও তাঁরা বিশ্বাস করলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাঁরাও ফিরে এসে অন্য সবার কাছে সেকথা বললেন, কিন্তু তাঁরা তাদের কথাও বিশ্বাস করলেন না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Táháráo jáiyá anya sakalke jánáila, kintu táháder kathateo táhárá pratyay kárila ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এঁরা গিয়ে অড়্য শিষ্যদের এ কথা বললেন। তাঁরা এঁদের কথাও বিশ্বাস করলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাঁহারা গিয়া অন্য সকলকে ইহা জানাইলেন, কিন্তু তাঁহাদের কথাতেও তাঁহারা বিশ্বাস করিলেন না। অধ্যায় দেখুন |