মার্ক 15:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 আর তারা তাঁর সঙ্গে দুইজন দস্যুকেও তাঁর সঙ্গে ক্রুশে বিদ্ধ করা হল, এক জন ডান পাশে আর একজন বাঁপাশে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর তারা তাঁর সঙ্গে দু’জন দস্যুকে ক্রুশে দিল— এক জনকে তাঁর ডানে ও এক জনকে তাঁর বামে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তারা তাঁর সঙ্গে আরও দুজন দস্যুকে ক্রুশার্পিত করল, একজনকে তাঁর ডানদিকে, অন্যজনকে তাঁর বাঁদিকে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Ár sainyagan táṇhár dakshin o bám dui dige dui dasyuke táṇhár sahit krushe áropan kariyáchila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 যীশুর সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হল, একজনকে তাঁর ডান দিকে আর একজনকে তাঁর বাঁ দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর তাহারা তাঁহার সহিত দুই জন দস্যুকে ক্রুশে দিল, এক জনকে তাঁহার দক্ষিণে, এক জনকে তাঁহার বামে। অধ্যায় দেখুন |