মার্ক 15:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তখন পিলাত লোকদেরকে খুশি করবার জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য জনসাধারণের হাতে তুলে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তখন পীলাত লোকগুলোকে সন্তুষ্ট করার মানসে তাদের জন্য বারাব্বাকে মুক্ত করলেন এবং ঈসাকে কশাঘাত করে ক্রুশের উপরে হত্যা করার জন্য তুলে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 লোকসকলকে সন্তুষ্ট করার জন্য পীলাত তাদের কাছে বারাব্বাকে মুক্ত করে দিলেন। তিনি যীশুকে চাবুক দিয়ে প্রহার করিয়ে ক্রুশার্পিত করার জন্য সমর্পণ করলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Takhan Pílat janatáke tushta karibár mánas kariyá táháder anurodhe Bárábbáke mukta karila, ebaṇg Jíshuke koṛá prahár karáiyá krusháropanárthe samarpan karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 পীলাত জনতাকে তুষ্ট করার জন্য বারাব্বাসকে মুক্ত করে দিলেন এবং যীশুকে কশাঘাত করালেন, তারপরর তাঁকে ক্রুশে দেবার জ্যন সৈন্যদের হাতে তুলে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তখন পীলাত লোকসমূহকে সন্তুষ্ট করিবার মানসে তাহাদের জন্য বারব্বাকে মুক্ত করিলেন, এবং যীশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। অধ্যায় দেখুন |