Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 14:66 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

66 পিতর যখন নীচে উঠোনে ছিলেন, তখন মহাযাজকের এক দাসী এল;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

66 পিতর যখন নিচে প্রাঙ্গণে ছিলেন, তখন মহা-ইমামের এক জন বাঁদী আসল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

66 পিতর যখন নিচে উঠানে ছিলেন, মহাযাজকের একজন দাসী তাঁর কাছে এল।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

66 Takhan Pitar níce prángane chila; mahájájaker ek dásí ásiyá

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

66 পিতর তখন ছিলেন বাইরের উঠোনে। সেখানে প্রধান পুরোহিতের একজন দাসী এসে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

66 পিতর যখন নীচে প্রাঙ্গণে ছিলেন, তখন মহাযাজকের এক দাসী আসিল;

অধ্যায় দেখুন কপি




মার্ক 14:66
8 ক্রস রেফারেন্স  

আর পিতর দূরে দূরে থেকে তাঁর পেছন পেছন ভিতরে, মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং পাহারাদারদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলো।


আর পিতর দূরে থেকে তাঁর পিছনে পিছনে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং শেষে কি হয়, তা দেখার জন্য ভিতরে গিয়ে পাহারাদারদের সঙ্গে বসলেন।


তার রানীকে বিবস্ত্র করে তাকে নিয়ে যাওয়া জন্য আদেশ করা হল। তাঁর দাসীরা পায়রার মত শোক করছে এবং বুক চাপড়াচ্ছে।


তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কায়াফা মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে একত্র হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন