মার্ক 14:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তখন যীশু বললেন “থাম, এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? এ তো আমার জন্য ভালো কাজ করল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কিন্তু ঈসা বললেন, একে থাকতে দাও, কেন একে দুঃখ দিচ্ছো? এ আমার প্রতি সৎকাজ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যীশু বললেন, “ওকে ছেড়ে দাও। তোমরা কেন ওকে উত্যক্ত করছ? ও আমার প্রতি এক অপূর্ব কাজ করেছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)6 Kintu Jíshu kahilen, Uháke thákite deo, kena dukkha ditecha? O ámár prati satkarma karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 কিন্তু যীশু বললেন, ওকে ছেড়ে দাও, কেন ওগে কষ্ট দিচ্ছ তোমরা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কিন্তু যীশু কহিলেন, ইহাকে থাকিতে দেও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য্য করিল। অধ্যায় দেখুন |