মার্ক 14:58 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী58 আমরা ওনাকে এই কথা বলতে শুনেছি, আমি এই হাতে তৈরী উপাসনার ঘর ভেঙে ফেলবো, আর তিন দিনের ভেতরে হাতে তৈরী নয় আর এক উপাসনার ঘর তৈরী করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস58 আমরা ওকে এই কথা বলতে শুনেছি, আমি এই হাতের তৈরি এবাদতখানা ভেঙ্গে ফেলবো, আর তিন দিনের মধ্যে এমন আর একটি এবাদতখানা নির্মাণ করবো যা হাতের তৈরি নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ58 “আমরা একে বলতে শুনেছি, ‘মানুষের তৈরি এই মন্দির আমি ধ্বংস করতে ও তিনদিনের মধ্যে আর একটি মন্দির নির্মাণ করতে পারি, যা মানুষের তৈরি নয়।’ ” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)58 Uhár mukhe ámará ei kathá shuniyáchi, Ámi ei hasta‐krita prásád nashta kariyá tin diner madhye ár ekṭá ahasta‐krita prásád nirmán kariba. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)58 আমরা ওকে এই কথা বলতে শুনেছি, ‘আমি মানুষের হাতে গড়া এই মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে আর একটি মন্দির গড়ে তুলব যা মানুষের হাতে গড়া নয়’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)58 আমরা উহাকে এই কথা বলিতে শুনিয়াছি, আমি এই হস্তকৃত মন্দির ভাঙ্গিয়া ফেলিব, আর তিন দিনের মধ্যে অহস্তকৃত আর এক মন্দির নির্ম্মাণ করিব। অধ্যায় দেখুন |