মার্ক 14:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 যীশু বললেন, আব্বা, পিতা তোমার কাছে তো সবই সম্ভব; এই দুঃখের পেয়ালা তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও; তবুও আমার ইচ্ছামত না হয়, কিন্তু তোমার ইচ্ছামত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে সকলই সম্ভব; আমার কাছ থেকে এই পানপাত্র দূর কর; তবুও আমার ইচ্ছামত না হোক, তোমার ইচ্ছামত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 তিনি বললেন, “আব্বা, পিতা, তোমার পক্ষে সবকিছুই করা সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবুও আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু তোমারই ইচ্ছা অনুযায়ী হোক।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)36 Tini kahilen, Ábbá, Pitah, sakali tomár sádhya; ámá haite ei pánpátra dúr kara, tathápi ámár icchámata ná hauk, tomár icchámata hauk. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে সবই সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 তিনি কহিলেন, আব্বা, পিতঃ, সকলই তোমার সাধ্য; আমার নিকট হইতে এই পানপাত্র দূর কর; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক। অধ্যায় দেখুন |