মার্ক 14:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তিনি তাদেরকে বললেন, “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হয়েছে, তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তিনি তাঁদেরকে বললেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে; তোমরা এখানে থাক, আর জেগে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে। তোমরা এখানে থাকো, এবং জেগে থাকো।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 Ebaṇg táhádigake kahilen, Ámár prán maran parjyanta dukkhárta haiyáche, tomará jágrat haiyá ei stháne tháka. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তাই যীশু তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় জর্জরিত। তোমরা এখানে অপেক্ষা কর, জেগে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্য্যন্ত দুঃখার্ত্ত হইয়াছে; তোমরা এখানে থাক, আর জাগিয়া থাক। অধ্যায় দেখুন |