মার্ক 13:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, ও এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে উঠবে। জায়গায় জায়গায় ভূমিকম্প ও দূর্ভিক্ষ হবে; এই সবই যন্ত্রণা আরম্ভ মাত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে। স্থানে স্থানে ভূমিকমপ হবে; দুর্ভিক্ষ হবে; এসব যাতনার আরম্ভ মাত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে ভূমিকম্প হবে ও দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)8 Kenaná játir bipakshe játi, o rájyer bipakshe rájya uṭhibe; ebaṇg stháne stháne bhúmikampa haibe, ebaṇg durbhiksha o biplab upasthita haibe; e sakal játanár upakram. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কারণ জাতির বিরুদ্ধে জাতি, রাষ্ট্রেরর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান করবে। নানা স্থানে ভূমিকম্প হবে, মহামারী দেখা দেবে। কিন্তু এ শুধু যন্ত্রণার শুরু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কারণ জাতির বিপক্ষে জাতি, ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। স্থানে স্থানে ভূমিকম্প হইবে; দুর্ভিক্ষ হইবে; এ সকল যাতনার আরম্ভমাত্র। অধ্যায় দেখুন |