মার্ক 13:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 অতএব তোমরাও এই ভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায়, কি দুপুররাতে, কি মোরগ ডাকার দিন, কি সকালবেলায় আসবেন তোমরা তা জান না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 অতএব তোমরা জেগে থেকো, কেননা বাড়ির মালিক কখন আসবেন, কি সন্ধ্যাবেলা, কি দুপুর রাতে, কি মোরগ ডাকার সময়ে, কি ভোর বেলায়, তোমরা তা জান না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 “সেই কারণে, সজাগ থেকো, কারণ তোমরা জানো না, বাড়ির কর্তা কখন ফিরে আসবেন—সন্ধ্যায়, না মধ্যরাত্রে, মোরগ ডাকার সময়, নাকি সকালবেলায়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)35 Ataeb jágrat tháka, kenaná tomará jána ná, griher kartá sáyaṇgkále ki dui prahar rátrite ki kukuṛá ḍáker samaye ki pratakkále, kakhan ásiben. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সুতরাং তোমরা সতর্ক থেকো, গৃহকর্তা কখন ফিরবেন তোমাদের জানা নেই। তিনি সন্ধ্যাতেও ফিরতে পারেন অথবা মাঝরাতে, কিম্বা শেষরাতে বা সকালবেলায় ফিরতে পারেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 অতএব তোমরা জাগিয়া থাকিও, কেননা গৃহের কর্ত্তা কখন আসিবেন, কি সন্ধ্যাকালে, কি দুই প্রহর রাত্রিতে, কি কুকুড়াডাকের সময়ে, কি প্রাতঃকালে, তোমরা তাহা জান না; অধ্যায় দেখুন |