মার্ক 13:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 আর তিনি তাঁর দূতদের পাঠিয়ে পৃথিবীর এবং আকাশের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত চারিদিক থেকে ঈশ্বরের সব মনোনীত করা লোকদের জড়ো করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তখন তিনি ফেরেশতাদেরকে প্রেরণ করে দুনিয়ার সীমা থেকে আসমানের সীমা পর্যন্ত চার দিক থেকে তাঁর মনোনীতদেরকে একত্র করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তিনি তাঁর দূতদের পাঠাবেন এবং তাঁরা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তাঁর মনোনীতদের সংগ্রহ করবেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Takhan tini ápan dútaganke preran kariyá ákásh o prithibír símá parjyanta cári báyu haite ápanár manoníta lokdigake ánáiyá ekatra kariben. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তিনি তখন দূত পাঠিয়এ পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তখন তিনি দূতগণকে প্রেরণ করিয়া পৃথিবীর সীমা অবধি আকাশের সীমা পর্য্যন্ত চারি বায়ু হইতে তাঁহার মনোনীতদিগকে একত্র করিবেন। অধ্যায় দেখুন |