মার্ক 13:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সেই দিন লোকেরা মনুষ্যপুত্রকে মহা শক্তি ও মহা প্রতাপে সঙ্গে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর তখন লোকেরা দেখবে, ইবনুল-ইনসান মহাপরাক্রম ও মহিমার সঙ্গে মেঘযোগে আসছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 “সেই সময়ে লোকেরা মনুষ্যপুত্রকে মহাপরাক্রমে ও মহিমায় মেঘে করে আসতে দেখবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)26 Ebaṇg takhan lokerá manushya‐puttrake mahá parákram o pratáp sahakáre megha‐rathe ásite dekhibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তখন তারা মানবপুত্রকে মহিমায় ভূষিত হয়ে মহাপরাক্রমে মেঘবাহনে আসতে দেখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর তখন লোকেরা দেখিবে, মনুষ্যপুত্র মহাপরাক্রম ও প্রতাপের সহিত মেঘযোগে আসিতেছেন। অধ্যায় দেখুন |