মার্ক 13:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 যে কেউ ছাদের উপরে থাকে, সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নীচে না নামুক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 এবং যে কেউ ছাদের উপরে থাকে, সে বাড়ি থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক ও তার মধ্যে প্রবেশ না করুক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তখন ছাদের উপরে যে থাকবে, সে যেন কোনো জিনিসপত্র নেওয়ার জন্য নিচে নেমে না আসে, বা ঘরে প্রবেশ না করে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Ebaṇg je keha cháter upare tháke, se grihamadhye ná námuk, o ápan griha haite kona bastu laite tanmadhye prabesh ná karúk; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন ছাদের উপরে কেউ যদি থাকে সে যেন নিচে না নামে কিম্বা কিছু নেবার জন্য যেন বাড়ির ভিতরে না যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এবং যে কেহ ছাদের উপরে থাকে, সে গৃহ হইতে জিনিষপত্র লইবার জন্য নীচে না নামুক ও তাহার মধ্যে প্রবেশ না করুক; অধ্যায় দেখুন |