মার্ক 12:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 পরে তিনি তৃতীয় জনকে পাঠালেন; তারা সেই সেবককে ও মেরে ফেলল; এই ভাবে মালিক অনেককে পাঠালেন, চাষিরা কাউকে মারধর করল, কাউকে বা মেরে ফেলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে তিনি আর এক জনকে পাঠালেন; তারা তাকে হত্যা করলো এবং আরও অনেকের মধ্যে কাউকেও প্রহার, কাউকেও বা হত্যা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তিনি তবুও আর একজনকে পাঠালেন, তারা তাকে হত্যা করল। তিনি আরও অনেকজনকে পাঠালেন, তাদের কাউকে কাউকে তারা মারধর করল, অন্যদের হত্যা করল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)5 Pare tini ár ek janke páṭháile táhárá táháke badh karila; ebaṇg ár ár aneker madhye káháke prahár o káháke bá badh karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনি আর একজনকে পাঠালেন। তাকে তারা হত্যা করল। আরও অনেক জনের সঙ্গে একই ব্যবহার করল, কাউকে মারধোর করল, কাউকে বা হত্যা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে তিনি আর এক জনকে পাঠাইলেন; তাহারা তাহাকে বধ করিল; এবং আর আর অনেকের মধ্যে কাহাকেও প্রহার, কাহাকেও বা বধ করিল। অধ্যায় দেখুন |