মার্ক 12:40 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 এই যে লোকেরা বিধবাদের বাড়িসুদ্ধ গ্রাস করে, আর লোক দেখাবার লম্বা লম্বা মুনাজাত করে, এরা বিচারে আরও বেশি দণ্ড পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 তারা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করে এবং লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে। এই ধরনের লোকেরা কঠোর শাস্তি ভোগ করবে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)40 Ai je lokerá bidhabádiger báṭí grás karata chale dírgha prárthaná kare, uhárá bicáre ghoratar danḍa páibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 এরা বিধবার সম্পত্তি আত্মসাৎ করে এবং লোক দেখানো দীর্ঘ প্রার্থনা করে, তাদের শাস্তি হবে কঠোরতর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 এই যে লোকেরা বিধবাদের বাড়ীশুদ্ধ গ্রাস করে, আর ছলে লম্বা লম্বা প্রার্থনা করে, ইহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে। অধ্যায় দেখুন |