মার্ক 12:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 যীশু এর উত্তরে তাদের বললেন, তোমরা কি ভুল বুঝছ না, কারণ তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের ক্ষমতা? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 ঈসা তাদেরকে বললেন, এটা-ই কি তোমাদের ভ্রান্তির কারণ নয় যে, তোমরা না জান পাক-কিতাব, না জান আল্লাহ্র পরাক্রম? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যীশু উত্তর দিলেন, “এই কি তোমাদের ভ্রান্তির কারণ নয়, কারণ তোমরা শাস্ত্র জানো না, ঈশ্বরের পরাক্রমও জানো না? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Jíshu uttar karilen, Tomará shástra sakal ebaṇg Íshvarer parákram bujha ná, ihá ki tomáder bhrántir káran nay? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যীশু তাদের বললেন, তোমরা ভ্রান্ত, কারণ তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোন ধারণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যীশু তাহাদিগকে বলিলেন, ইহাই কি তোমাদের ভ্রান্তির কারণ নয় যে, তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের পরাক্রম? অধ্যায় দেখুন |