মার্ক 12:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তারা টাকাটা আনল; যীশু তাদেরকে বললেন, এই মূর্ত্তি ও এই নাম কার? তারা বলল, “কৈসরের।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তারা একটি দীনার আনলো; তিনি তাদেরকে বললেন, এই ছবি ও এই নাম কার? তারা বললো, সম্রাটের। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তারা সেই মুদ্রা নিয়ে এল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “এটি কার প্রতিকৃতি? খোদাই করা এই নাম কার?” তারা উত্তর দিল, “কৈসরের।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)16 Takhan táhárá ekṭí dínár ánile tini táhádigake jijnásilen, Ei múrti o nám káhár? táhárá kahila, Kaisarer. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তারা নিয়ে এল মুদ্রা। যীশু তাদের বললেন, এ মূর্তি আর নাম কার? তারা বলল, সীজারের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহারা আনিল; তিনি তাহাদিগকে বলিলেন, এই মূর্ত্তি ও এই নাম কাহার? তাহারা বলিল, কৈসরের। অধ্যায় দেখুন |