মার্ক 12:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আমরা কর দেবো না কি দেব না? যীশু তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, আমার পরীক্ষা করছ কেন? আমাকে একটা টাকা এনে দাও আমি টাকাটা দেখি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমরা কর দেব কি দেব না? তিনি তাদের কপটতা বুঝে বললেন, আমাকে কেন পরীক্ষা করছো? একটি দীনার এনে দাও, আমি দেখি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমরা কি কর দেব না দেব না?” যীশু কিন্তু তাদের ভণ্ডামির কথা বুঝতে পারলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কেন আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছ? তোমরা আমার কাছে এক দিনার মুদ্রা নিয়ে এসো ও আমাকে তা দেখতে দাও।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Ámará diba ki ná? Tini táháder kápaṭya bujhiyá kahilen, Ámár paríkshá kena karitecha? Ekṭí dínár ániyá ámáke dekháo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমরা তা দেব কি না? যীশু তাদের চালাকি বুঝতে পেরে বললেন, কেন আমায় ফাঁদে ফেলার চেষ্টা করছ? একটা মুদ্রা নিয়ে এস আমার কাছে, দেখি আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমরা দিব, কি না দিব? তিনি তাহাদের কপটতা বুঝিয়া কহিলেন, আমার পরীক্ষা কেন করিতেছ? একটী দীনার মুদ্রা আনিয়া দেও, আমি দেখি। অধ্যায় দেখুন |