মার্ক 12:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তারপর তারা কয়েক জন ফরীশী ও হেরোদীয়কে যীশুর কাছে পাঠিয়ে দিল, যেন তারা তাঁর কথার ফাঁদে ফেলে তাঁকে ধরতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে তারা কয়েকজন ফরীশী ও হেরোদীয়কে তাঁর কাছে পাঠিয়ে দিল, যেন তারা তাঁকে কথার ফাঁদে ধরতে পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 এরপর তারা কয়েকজন ফরিশী ও হেরোদীয়কে যীশুর কাছে পাঠাল, যেন তাঁর কথাতেই তারা তাঁকে ধরার সূত্র খুঁজে পায়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Apar táhárá kathár pháṇde táṇháke dharibár nimitte kaek jan Pharíshi o Herodíya lokke táṇhár nikaṭ páṭháila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তাঁরা গিয়ে কয়েকজন ফরিশী আর হেরোদীয় সম্প্রদায়ের কয়েকজনকে যীশুর কাচে পাঠিয়ে দিলেন তাঁকে কথার ফাঁদে ফেলে ধরবার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে তাহারা কয়েক জন ফরীশী ও হেরোদীয়কে তাঁহার নিকটে পাঠাইয়া দিল, যেন তাহারা তাঁহাকে কথার ফাঁদে ধরিতে পারে। অধ্যায় দেখুন |