মার্ক 10:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 সে তার ঘরবাড়ি, ভাই, বোন, মা, ছেলেমেয়ে ও জমিজমা, সবই ফিরে পাবে এবং আগামী দিনের অনন্ত জীবন পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সে বাড়ি, ভাই-বোন, মা, সন্তান-সন্তুতি ও জায়গা-জমি, নির্যাতনের সঙ্গে এসব পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সে এই জীবনেই বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি ও জমিজায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে। কিন্তু ভাবীকালে অনন্ত জীবন লাভ করবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)30 ekhan arthát ihakále táṛanár sahit griha o bhrátá o bhaginí o mátá o santán o kshetrer shatagun, ebaṇg ágámi juge ananta jíban ná páibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 ইহজীবনেই তার শতগুণ ফিরে পাবে না। সে ইহজীবনেই ঘরবাড়ি, ভাই-বোন, মা-বাবা, ছেলেমেয়ে, জমিজমা লাভ করবে এবং সেই সঙ্গে নির্যাতনও ভোগ করবে। আগাম যুগে সে লাভ করবে অনন্ত জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সে বাটী, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র, তাড়নার সহিত এই সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। অধ্যায় দেখুন |