মার্ক 1:41 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 তিনি করুণার সাথে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তিনি করুণাবিষ্ট হয়ে হাত বাড়িয়ে তাঁকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি পাক-পবিত্র হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 করুণায় পূর্ণ হয়ে যীশু তাঁর হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন। বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচিশুদ্ধ হও।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)41 Táháte Jíshu karunábishta haiyá hasta bistár púrbak táháke sparsha kariyá kahilen, ámár icchá áche, shuci hao. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 যীশু করুণাপরবশ হলেন। তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও। অধ্যায় দেখুন |