মার্ক 1:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তিনি তাঁদেরকে বললেন, “চল, আমরা অন্য জায়গায় যাই, কাছাকাছি কোনো গ্রামে যাই, আমি সেই সব জায়গায় প্রচার করব, কারণ সেইজন্যই আমি এসেছি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তিনি তাঁদেরকে বললেন, চল, আমরা অন্যন্য নিকটবর্তী গ্রামগুলোতে যাই, আমি সেসব স্থানেও তবলিগ করবো, কেননা সেজন্যই বের হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 যীশু উত্তর দিলেন, “চলো, আমরা অন্য কোথাও—কাছের গ্রামগুলিতে যাই, যেন ওইসব জায়গাতেও আমি বাণী প্রচার করতে পারি, কারণ সেজন্যই আমি এসেছি।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Tini táhádigake kahilen, áisa, ámará prasthán kariyá nikaṭbarti sakal gráme jái, ámi se stháne‐o ghoshaná kariba, kenana tannimitta‐i nirgata hailám. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যীশু তাঁদের বললেন, চল, আমরা আশেপাশের অন্য সব গ্রামগুলোতে যাই। সেখানেও প্রচার করব, সেইজন্যই আমি এসেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তিনি তাঁহাদিগকে কহিলেন, চল, আমরা অন্য অন্য স্থানে, নিকটবর্ত্তী সকল গ্রামে যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। অধ্যায় দেখুন |