Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 1:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 আর শহরের সমস্ত লোক দরজার কাছে জড়ো হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 আর নগরের সকল লোক সেই বাড়ির দরজায় একত্র হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 ফলে শিমোনের বাড়ির দরজায় সমস্ত নগরের লোক এসে জড়ো হল

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

33 ebaṇg nagarer sakal lok dváre ekatra thákila.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 সারা শহরের লোক এসে জড়ো হল তাঁদের বাড়ির সামনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 1:33
4 ক্রস রেফারেন্স  

পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনতে সমবেত হলো।


তাতে সব যিহূদিয়া দেশ ও যিরূশালেমে বসবাসকারী সবাই বের হয়ে তাঁর কাছে যেতে লাগল; আর নিজ নিজ পাপ স্বীকার করে যর্দ্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তিষ্ম নিতে লাগলো।


পরে তাঁরা কফরনাহূমে গেলেন আর তখনই তিনি বিশ্রামবারে সমাজঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন।


তাতে তিনি নানা প্রকার রোগে অসুস্থ অনেক লোককে সুস্থ করলেন এবং অনেক ভূত ছাড়ালেন আর তিনি ভূতদের কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁকে চিনত যে, তিনি কে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন