মার্ক 1:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 পরে তিনি কিছু আগে গিয়ে সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন; তাঁরাও নৌকাতে ছিলেন, জাল সরাই করছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরে তিনি কিঞ্চিৎ আগে গিয়ে সিবদিয়ের পুত্র ইয়াকুব ও তাঁর ভাই ইউহোন্নাকে দেখতে পেলেন; তাঁরাও নৌকাতে জাল সারছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আরও কিছুটা পথ অতিক্রম করার পর যীশু সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরা দুজন নৌকায় বসে জাল মেরামত করছিলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)19 Sei sthán haite kineit agre jaiyá tini Sibadiyer puttra Jákobke o táhár bhrátá Johanke dekhilen; táhárá‐o naukáte chila, ebaṇg jál sáritechila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কিছুদূর গিয়ে যীশু দেখতে পেলেন সিবদিয়ের পুত্র যাকোব আর তার ভাই যোহনকে। তাঁরা তাঁদের নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহনকে দেখিলেন; তাঁহারাও নৌকাতে ছিলেন, জাল সারিতেছিলেন। অধ্যায় দেখুন |