মার্ক 1:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর স্বর্গ থেকে এই বাণী হল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি সন্তুষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর বেহেশত থেকে এই বাণী হল, ‘তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত’। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আর সেই মুহূর্তে স্বর্গ থেকে এক স্বর ধ্বনিত হল: “তুমি আমার পুত্র, আমি তোমাকে প্রেম করি, তোমারই উপর আমি পরম প্রসন্ন।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)11 Ár svarga haite ei bání haila, “Tumi ámár priya puttra, tomáte‐i ámi príta.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 স্বর্গ থেকে এই বাণী শোনা গেল: তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম তুষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর স্বর্গ হইতে এই বাণী হইল, ‘তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত’। অধ্যায় দেখুন |