মথি 8:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সন্ধ্যা হলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাঁর কাছে আনল, তাতে তিনি বাক্যের মাধ্যমে সেই আত্মাদেরকে ছাড়ালেন এবং সব অসুস্থ লোককে সুস্থ করলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর সন্ধ্যা হলে লোকেরা অনেক বদ-রূহে পাওয়া লোককে তাঁর কাছে আনলো, তাতে তিনি মুখের কথায়ই সেই রূহ্দেরকে ছাড়ালেন এবং সকল অসুস্থ লোককে সুস্থ করলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 যখন সন্ধ্যা ঘনিয়ে এল, বহু ভূতগ্রস্ত মানুষকে যীশুর কাছে নিয়ে আসা হল। তিনি মুখের কথাতেই ভূতদের তাড়িয়ে দিলেন ও সব অসুস্থ ব্যক্তিকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 সন্ধ্যার সময় বহু অপদেবতাগ্রস্ত লোককে তাঁর কাছে আনা হল, তাঁর কথাতেই সমস্ত অপদেবতা বিতাড়িত হল এবং সমস্ত অসুস্থ ব্যক্তি সুস্থ হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্থকে তাঁহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন, এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সন্ধ্যা হলে লোকেরা ভূতে পাওয়া অনেক লোককে যীশুর কাছে নিয়ে এল। আর তিনি তাঁর হুকুমে সেই সব ভূতদের দূর করে দিলেন। এছাড়া তিনি রোগীদের সুস্থ করলেন। অধ্যায় দেখুন |